বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মার্কেটে Nokia এখন বেশ কোমড় বেঁধেই নেমেছে। কোম্পানি গত কয়েক মাসে মার্কেটে একাধিক মোবাইল ফোন লঞ্চ করেছে এবং ইতিমধ্যেই কোম্পানি এই সিরিজের অধীনে একটি নতুন 5G ফোনেও কাজ শুরু করে দিয়েছে। এই নতুন স্মার্টফোনটি Nokia G42 5G নামে লঞ্চ হবে যা বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে।
Nokia G42 5G বেঞ্চমার্ক ডিটেইলস
এই Nokia ফোনটি HMD Global Nokia G42 5G নামে Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে।
এখানে Nokia G42 5G ফোনটি সিঙ্গেল-কোরে 738 এবং মাল্টি-কোরে 1718 স্কোর পেয়েছে।
Geekbench-এর তালিকা অনুযায়ী এই ফোনটি Android 13 OS সহ লঞ্চ হবে। এটা স্টক অ্যান্ড্রয়েড হতে পারে।
ফোনের মাদারবোর্ড সেকশনে ‘shadow’ লেখা আছে। এর নাম নিশ্চিত করা হয়নি তবে অনুমান করা হচ্ছে এটি একটি লোয়ার মিড রেঞ্জ প্রসেসর হবে।
এই ফোনটি 1.90GHz ক্লক স্পিডসহ একটি অক্টা-কোর প্রসেসরে নির্মিত হবে।
Nokia G42 5G ফোনটি 4GB RAM সহ Geekbench-এ তালিকাভুক্ত করা হয়েছে।
Nokia G42 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Nokia G42 5G ফোনটির সম্পর্কে বেশিরভাগ তথ্যই এখনও প্রকাশ করা হয়নি, তবে কিছু লিক রিপোর্ট অনুসারে, এই ফোনটি 6GB র্যাম মেমরিসহ লঞ্চ করা হবে, যার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজও দেওয়া হবে। এই ফোনে 1612 x 720 পিক্সেল রেজলিউশনসহ একটি স্ক্রিনও দেখা যাবে। লিক রিপোর্ট অনুসারে Nokia G42 5G ফোনটি Purple এবং Gray কালার অপশনে মার্কেটে আনা হবে।
Post a Comment